খ্রীষ্টের দৃষ্টান্তমূলক শিক্ষা

40/61

প্রভুর দ্রাক্ষাক্ষেত্র

মথি ২১:৩৩-৩৪ পদের উপর ভিত্তি করে রচিত

দ্রাক্ষাক্ষেত্রের উপমাটি দুই পুত্রের দৃষ্টান্তমূলক গল্পের ধারাবাহিকতা। প্রথমটিতে খ্রীষ্ট যিহুদী ধর্মশিক্ষকদের বাধ্যতার আবশ্যকতার বিষয়টি তুলে ধরেছিলেন। অন্য দৃষ্টান্তমূলক গল্প ইস্রায়েল জাতির উপর যে মহামূল্য আশীর্বাদের ধন রয়েছে সেই সম্পর্কে উল্লেখ করা হয়েছে, উভয় দৃষ্টান্তমূলক গল্পেই দেখানো হয়েছে যে, ঈশ্বররের দাবী হল, তাদের বাধ্যতা। ঈশ্বরের যে মহিমাপূর্ণ উদ্দেশ্য রয়েছে তা তিনি তাদের জ্ঞাত করেছিলেন, যা তারা তাদের বিশ্বস্ততার দ্বারা পূর্ণ করতে পারে। ভবিষ্যত থেকে পর্দা তুলে নিয়ে তিনি জানিয়েছিলেন, তার উদ্দেশ্য পূর্ণ করতে ব্যর্থ হয়ে কিভাবে সমস্ত (ইস্রায়েল) জাতি তার আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছিল এবং নিজেদের উপর ধ্বংস ডেকে এনেছিল। COLBen 267.1

“একজন গৃহকর্তা ছিলেন,” খ্রীষ্ট বললেন, “তিনি দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার চারিদিকে বেড়া দিলেন, ও তাহার মধ্যে দ্রাক্ষা-কুণ্ড খনন করিলেন, এবং উচ্চ গৃহ নির্মাণ করিলেন; পরে কৃষকদিগকে জমা দিয়া অন্য দেশে চলিয়া গেলেন”। COLBen 267.2

ভাববাদী যিশাইয় এই দ্রাক্ষাক্ষেত্রের একটি বর্ননা দিয়েছিলেন: “আমি আপন প্রিয়ের উদ্দেশ্যে তাঁহার দ্রাক্ষাক্ষেত্রের বিষয় আমার প্রিয়ের একটি গীত গান করি। আমার প্রিয়ের একটি দ্রাক্ষাক্ষেত্র ছিল, অতি উর্বর এক গিরিশৃঙ্গে। তিনি তাহার চারদিকে খনন করিলেন, তাহার পাথরগুলি তুলিয়া ফেলিলেন, তথায় উত্তম দ্রাক্ষালতা রোপন করিলেন, তাহার মাঝখানে উচ্চগৃহ নির্মাণ করিলেন, আর দ্রাক্ষা মাড়িবার এক কুণ্ডুও খনন করিলেন; আর অপেক্ষা করিলেন যে, দ্রাক্ষাফল ধরিবে” যিশাইয় ৫:১-২। COLBen 267.3

গৃহকর্তা প্রান্তরের জমির একটি অংশ বেছে নিলেন; তিনি জমির চারিদিকে বেড়া দিলেন, পরিস্কার করলেন, এবং ভালভাবে চাষ করলেন এবং উত্তম ফলের প্রত্যাশায় বাছাই করা আঙ্গুরলতা লাগালেন। এই ভূমিখণ্ডটি অকর্ষিতক জমিগুলোর চেয়ে এমন উৎকৃষ্ট বিধায় তাঁর যত্ন এবং পরিশ্রমের দ্বারা চাষ করায়, ফল প্রদান করে তাঁকে সম্মানিত করবে বলে তিনি প্রত্যাশা করেছিলেন। একই ভাবে খ্রীষ্টের মাধ্যমে জ্ঞান লাভ করতে এবং শিক্ষা লাভ করার জন্য এই পৃথিবী থেকে ঈশ্বর কিছু মানুষকে বাছাই করেছিলেন। ভাববাদী বলেছেন, “ফলত: ইস্রায়েলের-কুল, বাহিনীগণের সদাপ্রভুর দ্রাক্ষাক্ষেত্র, এবং যিহুদার লোকেরা তাঁহার রমনীয় চারা”। যিশাইয় ৫:৭। এই লোকেদের উপর ঈশ্বর মহা সুবিধা প্রদান করেছিলেন, তার অসীম দয়ার ভাণ্ডার থেকে মহা আশীর্বাদ করেছিলেন। তিনি তাদের কাছ থেকে এই প্রত্যাশা করেছিলেন যেন তারা ফল উৎপন্ন করে তাকে সম্মানিত করে। তারা যেন তার রাজ্যের মূল সত্য প্রকাশ করে। পণ্ডিত মানুষের মাঝে, দুষ্টতাপূর্ণ পৃথিবীতে, তারা যেন ঈশ্বরের স্বভাবকে উপস্থাপন করে। COLBen 268.1

ঈশ্বর চেয়েছিলেন যেন ঈশ্বরের অবিশ্বাসী লোকদের থেকে তারা প্রভুর দ্রাক্ষাক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন ফল উৎপন্ন করে। এই সব মূর্তিপূজারীগণ দুষ্টামিপূর্ণ কাজে নিজেদের সমর্পণ করেছিল। হিংস্রতা এবং বিভিন্ন অপরাধ, লোভ, পেটুকতা, নিষ্ঠুরতা, এবং সমস্ত মন্দতাপূর্ণ কার্যকলাপ ইত্যাদি, অবাধে তারা চরিতার্থ করত। মন্দতা পূর্ণ গাছের ফল ছিল দুষ্টতা, তাদের পতন, এবং দুর্দশা। ঈশ্বরের রোপিত আঙ্গুর লতা থেকে জন্মানো ফলে লক্ষনীয় পার্থক্য দেখা গেল। COLBen 268.2

মোশি যেমন ঈশ্বরের চরিত্র ও স্বভাবকে প্রকাশ করেছিলেন, তেমনি যিহুদী জাতির সুযোগ ছিল। ঈশ্বরের চরিত্র ও স্বভাবকে নিজের জীবনের মধ্য দিয়ে প্রকাশ করা। মোশি প্রার্থনার উত্তর পেয়েছিলেন, “তুমি আমাকে তোমার প্রতাপ দেখিতে দেও”, ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, “আমি তোমার সম্মুখ দিয়া আপনার সমস্ত উত্তমতা গমন করাইব” যাত্রাপুস্তক ৩৩:১৮, ১৯। “ফলতঃ সদাপ্রভু তাহার সম্মুখ দিয়া গমন করতঃ এই ঘোষণা করিলেন, “সদাপ্রভু, সদাপ্রভু, স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান; সহস্র সহস্র (পুরুষ) পর্যন্ত দয়ারক্ষক; অপরাধের, অধর্মের ও পাপের ক্ষমাকারী;” যাত্রাপুস্তক ৩৪:৬,৭। এই ফলই ঈশ্বর তার লোকদের কাছ থেকে চেয়েছিলেন। তাদের চরিত্রের সিদ্ধতা, তাদের জীবনের পবিত্রতার, তাদের দয়া এবং স্নেহের সহনুভূতি ও করুণার মধ্য দিয়ে তারা দেখাতে পারত যে, “সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ, প্রাণের স্বাস্থ্যজনক,” গীতসংহিতা ১৯:৭। COLBen 268.3

ঈশ্বরের উদ্দেশ্য ছিল যেন যিহুদী জাতির মধ্য দিয়ে সমস্ত মানুষ মহা আশীর্বাদের ভাগী হতে পারে। তিনি ইস্রায়েল জাতির মধ্য দিয়ে পৃথিবীতে তাঁর আলো প্রদানের পথ প্রশস্ত করতে চেয়েছিলেন। পৃথিবীর অন্যান্য জাতির লোকেরা মন্দতা পূর্ণ কাজ করার মধ্য দিয়ে ঈশ্বর সম্পর্কে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তবু ঈশ্বর তার দয়ার কারণে তাদের অস্তিত্বকে মুছে ফেলতে চাননি। তিনি তাদের সুযোগ দিতে চেয়েছিলেন যাতে তারা তাঁর মণ্ডলীর মধ্য দিয়ে তাঁর সম্পর্কে জানতে পারে। তাঁর পরিকল্পনা ছিল যেন তাঁর লোকেদের মধ্য দিয়ে লোকেরা ঈশ্বররের মৌলিক সত্য সম্পর্কে জানতে পারে এবং এর মধ্য দিয়ে তারা তাদের পতিত জীবন থেকে উঠে আসতে পারে এবং ঈশ্বরের নৈতিক চরিত্র লাভ করতে পারে। COLBen 269.1

অব্রাহাম তাঁর ঊদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য তার মূর্তিপূজক আত্মিয় স্বজনদের ছেড়ে ঐ দেশ থেকে বের হয়ে এসে কনান দেশে গিয়ে বাস করেছিলেন। “আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব,” তিনি বলেছিলেন, “এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে।” আদিপুস্তক ১২:২। COLBen 269.2

অব্রাহামের বংশধর এবং যাকোবের ভাবী বংশধরদের মিশর দেশের প্রত্যন্ত দেশের মধ্যে এনেছিলেন, যাতে তারা সেই মহা এবং দুষ্ট জাতির মধ্যে ঈশ্বরের রাজ্যের মৌলিক সত্যকে প্রকাশ করতে পারে। যোষেফের সততা এবং সমস্ত মিশরীয় লোকদের রক্ষা করার জন্য তার চমৎকার কাজ খ্রীষ্টের জীবনকে উপস্থাপন করেছে। মোশি এবং আরো অনেকে ঈশ্বরের পক্ষে সাক্ষ্য বহন করে ছিলেন। COLBen 269.3

মিশর দেশ থেকে ইস্রায়েল জাতিকে মুক্ত করার মধ্য দিয়ে ঈশ্বর আবার তাঁর সততা এবং দয়া প্রকাশ করেছিলেন। মিশরের বন্দিদশা থেকে মুক্ত করার জন্য তিনি যে অতি আশ্চর্য কাজ করেছিল এবং মরুভূমির মধ্য দিয়ে যাত্রার সময় যে সব আশ্চর্য কাজ তিনি করেছিলেন, তা কেবল তাদের মঙ্গলের জন্যই ছিল না। ঈশ্বরের এই কাজগুলো ছিল চারদিকে যে সমস্ত জাতি বাস করত, তাদের তার ক্ষমতা এবং দয়ার সম্পর্কে শিক্ষা দেয়ার জন্য। প্রভু নিজেকে সমস্ত মানব জাতির উপর কতৃত্বকারী এবং মহান ঈশ্বর হিসেবে প্রকাশ করেছিলেন। তিনি তার লোকদের পক্ষে প্রকৃতির উপর এবং যারা প্রকৃতির পূজা করত তাদের উপর চিহ্ন কাজ এবং আশ্চর্য ঘটনা ঘটিয়ে তাঁর ক্ষমতা দেখিয়েছিলেন। ঈশ্বর অহংকারী মিশরের প্রতি যা করেছিলেন, শেষ দিনগুলোতে পৃথিবীতে ঠিক সেই রকম কাজ করবেন। আগুন, এবং প্রচণ্ডঝড়, ভূমিকম্প এবং মৃত্যু, কিন্তু মহান ‘আমি আছি’ তার লোকদের রক্ষা করেছিলেন। তিনি তাদের বন্দিত্বদশা থেকে বেড় করে এনেছিলেন। তিনি তাদের, “ভয়ানক মহা প্রান্তর দিয়া জ্বালাদায়ী বিষধর ও বৃশ্চিকে পরিপূর্ণ নির্জল মরুভূমি দিয়া তাদের গমন করাইলেন (দ্বিতীয় বিবরণ ৮:১৫)। তিনি ‘কঠিন পাথর থেকে’ জল বের করে তাদের জীবন বাঁচিয়েছিলেন এবং “স্বর্গের শস্য” দিয়ে ক্ষুধা মেটালেন, গীতসংহিতা ৭৮:২৪। “কেননা,” মোশি বললেন, “সদাপ্রভুর প্রজাই তাঁহার দায়াংশ, যাকোবেই তাহার রিক্ অধিকার। তিনি তাহাকে পাইলেন প্রান্তর দেশে, পশু গর্জনময় ঘোর মরুভূমিতে; তিনি তাহাকে বেষ্টন করিলেন, তাহার তত্ত্ব লইলেন, নয়ন-তারার ন্যায় তাহাকে রক্ষা করিলেন। ঈগল যেমন আপন বাসা জাগাইয়া তুলে, আপন শাবকগণের উপরে পাখা দোলায়, পক্ষ বিস্তার করিয়া তাহাদিগকে তুলে, পালখের উপর তাহাদিগকে বহন করে; তদ্রুপ সদাপ্রভু একাকী তাহাকে লইয়া গেলেন, তাহার সহিত কোন বিজাতীয় দেবতা ছিল না।” দ্বিতীয় বিবরণ ৩২:৯-১২। এভাবে তিনি তাদের তাঁর কাছে টেনে আনলেন যাতে তারা সর্ব শক্তিমান ঈশ্বরের ছায়ায় অবস্থান করতে পারে। COLBen 269.4

খ্রীষ্ট ইস্রায়েল সন্তানদের মরুভূমিতে ভ্রমণের সময় নেতা হিসাবে পরিচালনা করেছিলেন। দিনে মেঘস্তম্ভ দ্বারা আচ্ছাদন দিয়ে এবং রাতে আগুনের স্তম্ভ দিয়ে আলো প্রদান করে, তাদের চালিত করেছিলেন এবং পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলেন। তিনি তাদের মরুভূমির বিপদ থেকে রক্ষা করেছিলেন, তিনি তাদের তাঁর প্রতিজ্ঞাত দেশে নিয়ে গিয়েছিলেন। আর যারা ঈশ্বরের বিশ্বাস করত না সেই সব জাতির সামনে তিনি ইস্রায়েল জাতিকে তার দ্রাক্ষাক্ষেত্রের নিজের বাছাই করা সম্পত্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। COLBen 270.1

এই লোকদের ঈশ্বরের প্রত্যাদেশ দেয়া হয়েছিল। তাঁর ব্যবস্থার আদেশের চিরস্থায়ী সত্যের নীতি, ন্যায় বিচার এবং পবিত্রতার দ্বারা তাদেরকে বেড়া দেয়া হয়েছিল। দ্রাক্ষাক্ষেত্রের মাঝখানে উচুঁ ঘরের মত দেশের মাঝখানে ঈশ্বর তদ্রুপ তার পবিত্র মন্দির স্থাপন করবেন। COLBen 271.1

খ্রীষ্ট ছিলেন তাদের শিক্ষাদাতা। যেভাবে তিনি মরুভূমিতে তাদের সঙ্গে ছিলেন, ঠিক সেইভাবে এখনো তিনি তাদের শিক্ষাদাতা এবং পথ প্রদর্শক হিসেবে অধিষ্ঠিত আছেন। তাঁবু এবং মন্দিরে অনুগ্রহের সিংহাসনের শেকাইনার উপরে তার মহিমা অবস্থিতি করেছিল এবং সব কিছুর উপরে তার দয়া প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের পক্ষে তিনি অব্যাহতভাবে গভীর ভালোবাসার এবং ধৈর্য সুস্পষ্ট ভাবে প্রকাশ করে আসছেন। COLBen 271.2

তিনি এই আকাঙ্ক্ষা করেছিলেন যেন তার লোক ইস্রায়েল তার প্রশংসা এবং মহিমা প্রকাশ করে। প্রতিটি আত্মিক সুবিধা তিনি তাদের দিয়েছিলেন। ঈশ্বর তার চরিত্রের গুণাবলী দিয়ে তাদের এমনভাবে গঠিত করবেন যাতে তারা তার প্রতিনিধি হতে পারে। COLBen 271.3

ঈশ্বরের ব্যবস্থার প্রতি বাধ্যতা তাদেরকে পৃথিবীর সব জাতিদের সামনে সৌভাগ্যের আশ্চর্য শিখরে প্রতিষ্ঠিত করতে পারত। যিনি সমস্ত কাজ চতুরতার সঙ্গে সম্পন্ন করার জন্য তাদের জ্ঞান, প্রজ্ঞা, এবং দক্ষতা দিতে পারেন, তিনি সার্বক্ষণিকভাবে তাদের শিক্ষাদাতা হিসেবে থাকবেন, এবং তার ব্যবস্থার প্রতি বাধ্যতার মধ্য দিয়ে তাদের সামর্থ্য করে তুলবেন, এবং উন্নতি দান করবেন। যদি তারা বাধ্য হয়, তাহলে অন্যান্য জাতি যে সমস্ত রোগে আক্রান্ত হয়ে থাকে সেই সমস্ত রোগ থেকে তারা রক্ষা পাবে এবং অসীম বুদ্ধিজ্ঞান দিয়ে তাদের আশীর্বাদ করবেন। ঈশ্বরের মহিমা, তাঁর মর্যাদা, এবং ক্ষমতা তাদের সমস্ত উন্নতি আর সাফল্যের মধ্যে প্রকাশ পেত। তাদের দেশ যাজক এবং রাজার রাজ্যে পরিণত হত। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তিনি তাদের সমস্ত সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত করেছিলেন। COLBen 271.4

অত্যন্ত স্পষ্টভাবে খ্রীষ্ট মোশির মাধ্যমে তাদের সামনে ঈশ্বরের উদ্দেশ্য এবং পরিকল্পনা তুলে ধরেছিলেন, এবং তাদের উন্নতি সাফল্যের কাজকে সহজ করেছিলেন। “কেননা তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর পবিত্র প্রজা;” তিনি বললেন, “ভূতলে যত জাতি আছে, সে সকলের মধ্যে আপনার নিজস্ব প্রজা করিবার জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকেই মনোনীত করিয়াছেন. . .। অতএব তুমি জ্ঞাত হও, তোমার ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বর; তিনি বিশ্বাসনীয় ঈশ্বর, যাহারা তাহাকে প্রেম করে ও তাঁহার আজ্ঞা সকল পালন করে, তাহাদের পক্ষে সহস্র পুরুষ পর্যন্ত নিয়ম ও দয়া রক্ষা করেন . . . অতএব আমি অদ্য যে আজ্ঞা, ও যে সকল বিধি ও ব্যবস্থা বলি, সে সকল যত্নপূর্বক পালন করিবে। তোমরা যদি এই সকল শাসন শুন, এই সমস্ত রক্ষা ও পালন কর, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার পিতৃপূরুষদের কাছে যে নিয়ম ও দয়ার বিষয়ে দিব্য করিয়াছেন, তোমার পক্ষে তাহা রক্ষা করিবেন; এবং তিনি তোমাকে প্রেম করিবেন, আশীর্বাদ করিবেন ও বর্ধিষ্ণু করিবেন; আর তিনি যে দেশ তোমাকে দিতে তোমার পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছেন, সেই দেশে তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার শস্য, তোমার দ্রাক্ষারস, তোমার তৈল, তোমার গোবৎস ও তোমার মেষীদেও শাবক-এই সকলেতে আশীর্বাদ করিবেন। সকল জাতির মধ্যে তুমি আশীর্বাদপ্রাপ্ত হইবে, তোমার মধ্যে কি তোমার পশুগণের মধ্যে কোন পুরুষ কিংবা স্ত্রী নিঃসন্তান হইবে না। আর সদাপ্রভু তোমা হইতে সমস্ত ব্যধি দূর করিবেন; এবং মিশরীয়দের যে সকল উৎকট রোগ তুমি জ্ঞাত আছ, তা তোমাকে দিবেন না, কিন্তু তোমার সমুদয় বিদ্বেষীকে দিবেন। দ্বিতীয় বিবরণ ৭:৬-৯, ১১-১৫। COLBen 271.5

যদি তারা তার আজ্ঞা সমূহে থাকতো, ঈশ্বর এই প্রতিজ্ঞা করেছেন যে, তিনি তাদের গমের উৎকৃষ্টতা এবং পাথর থেকে মধু দিবেন। দীর্ঘ আয়ু দিয়ে তাদের পরিতৃপ্তি করবেন এবং তাদেরকে তার পরিত্রাণ দেখাবেন। COLBen 272.1

আদম এবং হবা অবাধ্য হয়েছিলেন বলে ঈশ্বর তাঁদেরকে এদন থেকে বিতাড়িত করেছিলেন এবং তাদের পাপের কারণে ভূমি অভিশপ্ত হয়েছিল। কিন্তু যদি ঈশ্বরের লোকেরা তার আদেশ পালন করত, তাহলে তাদের দেশ সমৃদ্ধশালী হত, জমি উর্বরতা প্রাপ্ত হত, এবং উৎকর্ষতা লাভ করত। ঈশ্বর স্বয়ং জমি চাষ করা সম্পর্কে তাদের নির্দেশনা দিতেন এবং এর পূণগঠনের জন্য তাদের ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করতে হত। আর এইভাবে সমস্ত দেশ, ঈশ্বরের নিয়ন্ত্রণে, আত্মিক সত্যের শিক্ষার বিষয়ে পরিণত হত। পৃথিবী যেমন তার প্রকৃতির নিয়মের প্রতি বাধ্যতার দ্বারা তার সম্পদ উৎপাদন করে, ঠিক তেমনি তার নৈতিক নিয়মের প্রতি বাধ্যতার ফলে মানুষের হৃদয়ে তার চরিত্রের গুণাবলীর প্রতিফলন ঘটে। এমন কি যারা জীবন্ত ঈশ্বরের সেবা এবং আরাধনা করে, ঈশ্বরের অবিশ্বাসী এবং পৌত্তলিকরাও তাদের স্বীকার করবে। COLBen 272.2

“দেখ”, মোশি বললেন, “আমার ঈশ্বর সদাপ্রভু আমাকে যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, আমি তোমাদিগকে সেইরূপ বিধি ও শাসন শিক্ষা দিয়াছি; যেন, তোমরা যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশের মধ্যে তদনুসারে ব্যবহার কর। অতএব তোমরা সে সমস্ত মান্য করিও ও পালন করিও; কেননা জাতি সকলের সমক্ষে তাহাই তোমাদের জ্ঞান ও বুদ্ধি স্বরূপ হইবে; এই সকল বিধি শুনিয়া তাহারা বলিবে, সত্যই এই মহাজাতি জ্ঞানবান ও বুদ্ধিমান লোক; কেননা কোন্ বড় জাতির এমন নিকটবর্তী ঈশ্বর আছেন, যেমন আমাদের ঈশ্বর সদাপ্রভু? যখনই আমরা তাঁহাকে ডাকি, তিনি নিকটবর্তী। আর আমি অদ্য তোমাদের সাক্ষাতে যে সমস্ত ব্যবস্থা দিতেছি, তাহার মত যথার্থ বিধি ও শাসন কোন্ বড় জাতির আছে?” দ্বিতীয় বিবরণ ৪:৫-৮। COLBen 273.1

ইস্রায়েল সন্তানদের সমস্ত রাজ্য দখল করে নেয়ার কথা ছিল, যা ঈশ্বর তাদের জন্য মনোনীত করে রেখেছিলেন। যে সব জাতি সত্য ঈশ্বরের আরাধনা এবং সেবা করাকে প্রত্যাখ্যান করেছিল, সেই সব জাতিকে অধিকার চ্যূত করেছিলেন। কিন্তু ঈশ্বরের উদ্দেশ্য ছিল তাঁর চরিত্রের প্রকাশ ঘটিয়ে ইস্রায়েলের লোকেরা ঈশ্বরের দিকে আকর্ষিত হয়। জগতের সমস্ত মানুষের কাছে সুসমাচারের নিমন্ত্রণ দেয়ার দায়িত্ব তাদের ছিল। খ্রীষ্টের প্রায়শ্চিতরূপ কাজের শিক্ষা জগতের সামনে তুলে ধরতে হত, যেন যারা তাঁর দিকে তাকাবে তারা জীবন পায়। কনানীয় রাহব এবং মোয়াবিয় রূতের মত যারা মুর্তিপূজা ত্যাগ করে সত্য ঈশ্বরের আরাধনা করবে, তাদের তিনি তাঁর বাছাই করা লোকদের সঙ্গে যুক্ত করবেন। যেভাবে ইস্রায়েলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল তেমনি তাদের সীমান্ত ভূমি বিস্তৃত ঘটাতে থাকবে যে পর্যন্ত তাদের রাজ্য পৃথিবী বেষ্টন না করবে। COLBen 273.2

ঈশ্বর সমস্ত লোককে তার দয়ার অধিনে আনতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যেন জগত আনন্দ এবং শান্তিতে পরিপূর্ণ হয়। তিনি মানুষকে সুখের জন্য সৃষ্টি করেছিলেন, এবং চেয়েছিলেন যেন মানুষের হৃদয় দীর্ঘকালব্যাপি স্বর্গীয় শান্তিতে পূর্ণ হয়ে থাকে। তিনি চেয়েছিলেন পৃথিবীতে তাদের যে পরিবার আছে তা যেন স্বর্গের শ্রেষ্ঠ পরিবারের প্রতীক হতে পারে। COLBen 273.3

কিন্তু ইস্রায়েল জাতি ঈশ্বরের উদ্দেশ্য পূর্ণ করেন নি। ঈশ্বর ঘোষণা করেছেন, “আমি তো সর্বতোভাবে প্রকৃত বীজোৎপন্ন উত্তম দ্রাক্ষালতা করিয়া তোমাকে রোপণ করিয়াছিলাম, তুমি কেমন করিয়া বিকৃত হইয়া আমার কাছে বিজাতীয় দ্রাক্ষালতার শাখা হইলে?” যিরমিয় ২:২১। “ইস্রায়েলের দীর্ঘপল্লবা দ্রাক্ষালতাস্বরূপ, তাহার ফল ধরে, সে আপন ফলের আধিক্য অনুসারে অধিক যজ্ঞবেদি নির্মাণ করিয়াছে, আপন দেশের উৎকর্ষ অনুসারে উৎকৃষ্ট উকৃর্ষ স্তম্ভ নির্মাণ করিয়াছে।” হোশেয় ১০:১। “এখন হে যিরূশালেম নিবাসিগণ ও যিহুদার লোক সকল, বিনয় করি, তোমরা আমার ও আমার দ্রাক্ষাক্ষেত্রের মধ্যে বিচার কর; আমার দ্রাক্ষাক্ষেত্রের প্রতি এমন আর কি করিতে পারা যাইত, যাহা আমি করি নাই? আমি যখন অপেক্ষা করিলাম যে, দ্রাক্ষাফল ধরিবে, তখন কেন তাহাতে বুনো আঙ্গুর ধরিল? এখন শুন, আমি আপন দ্রাক্ষাক্ষেত্রের প্রতি যাহা করিব, তাহা তোমাদিগকে জ্ঞাত করি; আমি তাহার বেড়া দূর করিব, তাহা ভক্ষিত হইবে; আমি তাহার প্রাচীর ভাঙ্গিয়া ফেলিব, তাহা দলিত হইবে। আমি তাহা উৎসন্ন করিব, তাহার লতা পরিষ্কার কি ভূমি খনন করা যাইবে না, আর তাহা শ্যাকুল ও কন্টক বৃক্ষের জঙ্গল হইবে, এবং আমি মেঘমালাকে আজ্ঞা দিব, যেন সে সকল তাহার উপরে জল বর্ষণ না করে . . . তিনি ন্যায়ের অপেক্ষা করিতেছিলেন, কিন্তু দেখ, রক্তপাত “তিনি ধার্মিকতার অপেক্ষা করিতেছিলেন, কিন্তু দেখ, ক্রন্দন।” যিশাইয় ৫:৩-৭। COLBen 274.1

অবিশ্বাসের কি পরিণতি হবে তা প্রভু ঈশ্বর মোশির মাধ্যমে তার লোকদের কাছে প্রকাশ করেছিলেন। তাঁর নিয়ম পালন করতে অস্বীকার করলে তারা নিজেদেরকে ঈশ্বরের জীবন থেকে বিচ্ছিন্ন করবে এবং তাদের উপর আর আশীর্বাদ নেমে আসবে না। “সাবধান,” মোশি বললেন, “তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া যাইও না; আমি অদ্য তাঁহার যে সকল আজ্ঞা, শাসন ও বিধি তোমাকে দিতেছি, যে সকল পালন করিতে ত্রুটি করিও না। তুমি ভোজন করিয়া তৃপ্ত হইলে, উত্তম গৃহ নির্মাণ করিয়া বাস করিলে, তোমার গোমষাদির পাল বৃদ্ধি পাইলে, তোমার স্বর্ণ ও রৌপ্য বৃদ্ধি পাইলে, এবং তোমার সকল সম্পত্তি বৃদ্ধি পাইলে, তোমার চিত্তকে গর্বিত হইতে দিও না; এবং তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া যাইও না, যিনি মিশর দেশ হইতে, দাস-গৃহ হইতে, তোমাকে বাহির করিয়া আনিয়াছেন। . . . আর মনে মনে বলিও না যে, আমরাই পরাক্রমে ও বাহুবলে এই সকল ঐশ্বর্য পাইয়াছি। . . . আর যদি তুমি কোন প্রকারে আপন ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া যাও, অন্য দেবগণের পশ্চাৎগামী হও, তাহাদের সেবা কর, ও তাহাদের কাছে প্রণিপাত কর, তবে আমি তোমাদের বিরুদ্ধে অদ্যই এই সাক্ষ্য দিতেছি, তোমরা নিশ্চয়ই বিনষ্ট হইবে। তোমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত না করিলে, তোমাদের সম্মুখে সদাপ্রভু যে জাতিগণকে বিনষ্ট করিতেছেন, তাহাদের ন্যায় তোমরা বিনষ্ট হইবে। দ্বিতীয় বিবরণ ৮:১১- ১৪, ১৭,১৯,২০। COLBen 274.2

যিহুদী লোকেরা এই সাবধানবাণীর প্রতি মনোযোগ দেয় নি। তারা ঈশ্বরকে ভুলে গেল এবং তাঁর প্রতিনিধি হিসেবে তাদের মহা সুযোগ সুবিধাগুলো হারিয়ে ফেলল। তারা যে আশীর্বাদ গ্রহণ করেছিলেন, পৃথিবীর কারও জন্য তেমন কোন আশীর্বাদ বয়ে আনতে পারল না। তাদের আশীর্বাদ যুক্ত হওয়ার জন্য তারা যে সুবিধাগুলো লাভ করেছিল তা যথাযথ ছিল। ঈশ্বর তাদের কাছ থেকে সেবা পেতে চেয়েছিলেন, তা থেকে তারা তাঁকে বঞ্চিত করেছিল এবং লোকেদের ধর্মীয় নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছিল, এবং লোকদের সামনে পবিত্র দৃষ্টান্ত হওয়া থেকে নিজেদের বঞ্চিত করেছিল। মহা-জলপ্লাবনের আগে পৃথিবীতে বসবাসকারী লোকদের মত তারা তাদের অন্তরের কল্পনা দিয়ে পাপ কাজ করেছিল। তারা এই ভাবে পবিত্র বিষয়গুলোকে প্রহসনে পরিণত করেছিল, তারা বলেছিল, “সদাপ্রভুর মন্দির, সদাপ্রভুর মন্দির, সদাপ্রভুর মন্দির এই সকল”। যিরমিয় ৭:৪। একই সঙ্গে তারা ঈশ্বরের চরিত্রকে ভুলভাবে উপস্থাপন করেছিল। তারা তার নামকে অসম্মানিত করেছিল এবং তার পবিত্র স্থানটিকে কলুষিত করেছিল। COLBen 275.1

যে সমস্ত কৃষকেরা প্রভুর দ্রাক্ষাক্ষেত্রে দেখাশুনার দায়িত্ব লাভ করেছিল তারা তাদের বিশ্বাসযোগ্যতা রক্ষা করতে পারে নি। যাজক এবং ধর্ম শিক্ষকেরা তাদের লোকদের বিশ্বস্ত শিক্ষক ছিলেন না। তারা লোকদের সামনে ঈশ্বরের দয়া এবং আশীর্বাদকে তুলে ধরতে পারে নি, এবং তাদের কাছ থেকে তাদের সেবা দয়ার দাবী তুলে ধরতে পারে নি। এই কৃষকেরা নিজেদের গৌরব লাভের চেষ্টা করেছিল। তারা দ্রাক্ষাক্ষেত্রের ফল আত্মসাৎ করতে চেয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল মনযোগ আকর্ষণের করা এবং নিজেদের সম্মান পাওয়ার চেষ্টা। COLBen 275.2

ইস্রায়েলের এই সব নেতাদের দোষগুলো সাধারণ পাপীদের দোষের মত ছিল না। এই লোকদের ঈশ্বরের পবিত্র দায়িত্ব বহনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল। “প্রভু এই কথা বলেছেন”, এই কথাগুলো শিক্ষা দেবার জন্য তারা অঙ্গীকারবদ্ধ হয়েছিল এবং তাদের ব্যবহারিক জীবনে অত্যন্ত কঠোরভাবে বাধ্যতা পালনে অঙ্গীকারাবদ্ধ ছিল। এই সব করার বদলে তারা শাস্ত্রের কথাকে বিক্রিত করে তারা নিজেরাই বিপথগামী হয়েছিল। তারা লোকদের উপর ভারী বোঝা চাপিয়ে দিত এবং জীবনের প্রতিটি পদক্ষেপে ধর্মীয় অনুষ্ঠান এবং ধর্মীয় ক্রিয়া কলাপ জোরপূর্বক পালন করতে বাধ্য করত। লোকেরা ক্রমাগত অশান্তি এবং অস্থিরতার মধ্যে বাস করছিল, কারণ তারা তাদের ধর্মীয় গুরুদের নিয়মগুলো যথাযথভাবে পালন করতে পারছিল না। যেভাবে মানুষের তৈরি দুরূহ নিয়মগুলোর প্রতি দৃষ্টিপাত এবং পালন করা অসম্ভব হচ্ছিল ঈশ্বরের নিয়মগুলো পালন করার ক্ষেত্রে তারা অমনোযোগী হত এবং তা অবহেলা করত। COLBen 276.1

ঈশ্বর প্রভু তার লোকদের এই শিক্ষা দিয়েছিলেন যে, তিনি হলেন দ্রাক্ষাক্ষেত্রের মালিক এবং যারা তার জন্য এটি ব্যবহার করবে তিনি তাদের বিশ্বাস করে এই দ্রাক্ষাক্ষেত্রের দায়িত্ব দেবেন। কিন্তু যাজক এবং ধর্মীয় শিক্ষকরা তাদের ধর্মীয় পবিত্র কাজগুলো ততটা যথাযথভাবে পালন করত না। তাঁর কাজের উন্নতি এবং অগ্রগতির জন্য তিনি তাদের যে সুযোগ এবং পরিকল্পনা দিয়েছিলেন তা তারা কাজে প্রয়োগ করে নি, এবং তারা ঈশ্বরকে এই বিষয়ে ঠকিয়ে আসছিল। তাদের অর্থের প্রতি লোভ এবং জাগতিক বিষয় লাভের তীব্র আকাঙ্খার কারণে অন্যান্য জাতিদের দ্বারা তারা তুচ্ছীকৃত হয়েছিল। আর এইভাবে অন্যান্য জাতির লোকেরা ঈশ্বরের স্বভাব, তাঁর নিয়ম, এবং তাঁর রাজ্য সম্পর্কে ভ্রান্ত ধারণা লাভের সুযোগ পেয়েছিল। COLBen 276.2

একজন পিতার হৃদয় দিয়ে তিনি তাঁর লোকদের সবকিছু সহ্য করেছিলেন। তিনি তাদের দয়া দিয়ে এবং দয়া প্রত্যাহার করে তাদের দোষ ত্রুটিগুলো বোঝাবার চেষ্টা করেছিলেন। তিনি ধৈর্যের সঙ্গে তাদের সামনে তাদের পাপগুলো তুলে ধরেছিলেন এবং যাতে তারা তাদের ভুল স্বীকার করে, এই জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করছিলেন। ভাববাদী এবং বার্তাবাহকদের এই সব কৃষকদের কাছে তার দাবীগুলো বলার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু সাদরে গ্রহণ করে নেয়ার পরিবর্তে তারা তাদের সঙ্গে শত্রুর মত আচরণ করেছিল। কৃষকরা তাদের প্রতি অত্যাচার করেছিল এবং হত্যা করেছিল। ঈশ্বর আবার তার বার্তাবাহকদের তাদের কাছে পাঠালেন এবং প্রথমে পাঠানো লোকদের প্রতি যে আচরণ করেছিল, ঠিক একই ভাবে তাদের প্রতি আচরণ করল। তারা আরো বেশি ঘৃণায় তাদের প্রতি আচরণ করল। COLBen 277.1

শেষ উপায় হিসেবে ঈশ্বর তার পুত্রকে পাঠালেন, তিনি একথা বললেন, “তাহারা আমার পুত্রকে সমাদর করিবে।” কিন্তু তারা বিদ্বেষী মনোভাব প্রকাশ করল এবং প্রতিহিংসাপরায় হয়ে উঠল। তারা পরস্পর বলাবলি করল, “এই ব্যক্তিই উত্তরাধিকারী, আইস, আমরা ইহাকে বধ করিয়া ইহার অধিকার হস্তগত করি।” তাহলে আমরা স্বাধীনভাবে দ্রাক্ষাক্ষেত্রের সবকিছু উপভোগ করতে পারব এবং এই দ্রাক্ষাক্ষেত্র আমাদের হবে। আর এই দ্রাক্ষাক্ষেত্রের ফল দিয়ে আমরা ইচ্ছামতন আনন্দ করতে পারব। COLBen 277.2

যিহুদী নেতারা ঈশ্বরকে ভালবাসত না; এই কারণে তারা নিজেদেরকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছিল, আর তাঁর সমস্ত প্রস্তাবকে কেবল একটি সাধারণ বিষয় বলে প্রত্যাখ্যান করেছিল। খ্রীষ্ট ঈশ্বরের প্রিয়পাত্র, দ্রাক্ষাক্ষেত্রের অধিকারীর দাবি নিয়েই এসেছিলেন। কিন্তু কৃষকরা তাঁর প্রতি প্রচণ্ডঘৃণার মনোভাব প্রকাশ করল। তারা পরস্পর বলাবলি করল, এই লোকটিকে আমাদের উপর শাসন এবং কর্তৃত্ব করতে দেব না। তারা খ্রীষ্টের চরিত্রের উৎকর্ষতায় হিংস্রতায় জ্বলে উঠল। তার শিক্ষার রীতি তাদের চেয়ে অনেক বেশি উন্নত ছিল। তাঁর সাফল্যে তারা ভীষণভাবে ভীত হয়ে পড়েছিল। তিনি তাদের কাজের প্রতিবাদ করেছিলেন। তারা যেসব কাজ করছে তার নিশ্চিত ফল কি হবে, তা তিনি তাদের স্পষ্টভাবে দেখিয়েছিলেন। আর এটি তাদের উন্মাদ করে তুলেছিল। বিশেষ করে তারা ক্ষুদ্ধ হয়েছিল এই কারণে যে তিনি তাদের ভণ্ডামীর মুখোশ খুলে ফেলেছিলেন। তাদের মানসিক যন্ত্রণা এত বৃদ্ধি পেয়েছিল যে তারা নিরব থাকতে পারছিল না। প্রভু যীশু ধার্মিকতার উচ্চমান অব্যাহত ভাবে প্রকাশ করে আসছিলেন, যা তারা ঘৃণা করেছিল। তারা দেখতে পেল যে তার শিক্ষাগুলো তাদের স্বার্থের উপর আঘাত হেনেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই কারণে তারা তাকে হত্যা করার পরিকল্পনা করল। তার সত্যবাদীতার এবং ঈশ্বরভক্তির দৃষ্টান্ত এবং তিনি যা কিছু করেছেন সব কিছুতে উন্নত আত্মিকতার যে প্রকাশ ঘটিয়েছিলেন তা তারা অত্যন্ত ঘৃণার চোখে দেখছিল। তাঁর সারা জীবন তিনি তাদের স্বার্থপরতার জন্য অভিযুক্ত করেছিলেন এবং নিন্দা জানিয়েছিলেন। আর যখন চুড়ান্ত পরীক্ষার সময় এল যে, পরীক্ষার অর্থ ছিল আদৌ’তারা অনন্ত জীবনের প্রতি বাধ্যতা প্রকাশ করবেন, নাকি অনন্ত মৃত্যুর প্রতি অবাধ্যতা প্রকাশ করবেন, তারা ইস্রায়েলের সেই পবিত্রজনকে প্রত্যাখ্যান করেছিল। যখন তাদের কাছে জানতে চাওয়া হল খ্রীষ্ট ও বারব্বার মধ্যে কাকে তারা বেছে নেবে, তারা তখন চিৎকার করে বলে উঠেছিল, “আমাদের জন্য বারাব্বাকে ছাড়িয়া দাও।” লূক ২৩:১৮। আর পিলাত যখন জিজ্ঞেস করলেন, “তবে যীশু, যাহাকে খ্রীষ্ট বলে, তাহাকে কি করিব?” মথি ২৭:২২। তারা প্রচণ্ডভাবে চিৎকার করে বলল, “উহাকে ক্রুশে দেওয়া হউক।” মথি ২৭:২২। “তোমাদের রাজাকে কি ক্রুশে দিব?” পীলাত যখন এই প্রশ্ন করলেন, তখন যাজক এবং প্রাচীনবর্গরা এই উত্তর দিল, “শৈসর ছাড়া আমাদের অন্য রাজা নাই।” যোহন ১৯:১৫। পীলাত যখন সকলের সামনে হাত ধুয়ে বললেন, “এই ধার্মিক ব্যক্তির রক্তপাতের সম্বন্ধে আমি নির্দোষ।” যাজকেরা অশিক্ষিত উত্তেজিত জনতার সঙ্গে যোগ দিয়ে প্রচণ্ডক্রোধে বলে উঠল, “উহার রক্ত আমাদের উপরে ও আমাদের সন্তানদের উপরে বর্তুক।” মথি ২৭:২৪-২৫। COLBen 277.3

এইভাবে যিহুদী নেতারা তাদের বাছাইয়ের কাজ করেছিল। তাদের সিদ্ধান্ত সেই পুস্তকে লিপিবদ্ধ করা হয়েছিল, যা যোহন তাঁর হাতে দেখেছিলেন, যে পুস্তকটি সিংহাসনের উপর স্থাপিত ছিল, যে পুস্তক খোলার ক্ষমতা কোন মানুষের নেই। এই সিদ্ধান্তের সমস্ত প্রতিহিংসা পরায়ণতা সেই দিন প্রকাশ পাবে যে দিন তাদের সামনে তাদের সমস্ত গুপ্ত পাপ প্রকাশ পাবে। COLBen 278.1

যিহুদী লোকেরা এই ধারণা পোষণ করে আসছিল যে, একমাত্র তারাই স্বর্গে সমাদৃত হবে, এবং তারা নিজেদের ঈশ্বরের মণ্ডলীর মত মর্যাদাবান বলে মনে করত। তারা বলত যে, তারা হল অব্রাহামের সন্তান, তারা তাদের সৌভাগ্যের ভিত্তিকে এত দৃঢ় বলে মনে করত, যে পৃথিবী এবং স্বর্গের যে অধিকার তাদের রয়েছে, তা থেকে তারা নিজেদের বঞ্চিত করেছিল। কিন্তু তাদের অবিশ্বস্ত জীবনের দ্বারা তারা স্বর্গের মাধ্যমে অভিযুক্ত হওয়ার জন্য এবং ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য নিজেদের প্রস্তুত করেছিল। COLBen 279.1

দ্রাক্ষাক্ষেত্রের গল্পে, খ্রীষ্ট যাজকদের সামনে তাদের দুষ্টতার চরম কাজগুলোর চিত্র তুলে ধরলেন, তিনি তাদের কাছে এই প্রশ্ন উত্থাপন করলেন, “দ্রাক্ষাক্ষেত্রের কর্তা যখন আসিবেন, তখন সেই কৃষকদিগকে কি করিবেন? যাজকরা গভীর আগ্রহের সঙ্গে কাহিনীটি শুনছিল, এই কাহিনীর সঙ্গে তাদের যে সম্পর্ক রয়েছে, এ বিষয়ে কোনো রকম চিন্তা না করেই জনতার সঙ্গে কণ্ঠ মিলিয়ে উত্তর দিল, “সেই দুষ্টদিগকে নিদারুণরূপে বিনষ্ট করিবেন এবং সেই ক্ষেত্রে এমন অন্য কৃষকদিগকে জমা দিবেন, যাহারা ফলের সময় তাহাকে ফল দিবে।” COLBen 279.2

তারা না বুঝেই তাদের নিজেদের বিচারের বিষয় ব্যক্ত করল। যীশু তাদের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। তারা জানে যে তাঁর অনুসন্ধানকারী দৃষ্টি দিয়ে তিনি তাদের গোপন সব কিছু জানতে পারেন। তাঁর ঈশ্বরত্ব সুস্পষ্ট ক্ষমতার মধ্য দিয়ে তাদের সামনে প্রকাশ পেল। তারা দেখতে পেল যে কৃষকরা হচ্ছে তাদেরই চিত্র। তারা অনিচ্ছা সত্ত্বেও বলে উঠলো, ঈশ্বর তাদের বিনষ্ট করবেন। COLBen 279.3

দৃঢ়তা ও আক্ষেপের সঙ্গে খ্রীষ্ট জিজ্ঞেসা করলেন, “তোমরা কি কখনো শাস্ত্র পাঠ কর নাই, যে প্রস্তর গাঁকেরা অগ্রাহ্য করিয়াছে তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল, ইহা প্রভু হইতে হইয়াছে, ইহা আমাদের দৃষ্টিতে অদ্ভুত? এই জন্য আমি তোমাদিগকে কহিতেছি, তোমাদের নিকট হইতে ঈশ্বরের রাজ্য কাড়িয়া লওয়া যাইবে এবং এমন এক জাতিকে দেওয়া হইবে, যে জাতি তাহাদের ফল দিবে। আর এই প্রস্তরের উপর যে পড়িবে, তাহাকে চুরমার করিয়া ফেলিবে।” COLBen 279.4

খ্রীষ্ট যিহুদী জাতির শাস্তি নিবারন করতেন যদি লোকেরা তাকে গ্রহণ করত। কিন্তু তাদের ঘৃণা এবং হিংসা তাদেরকে অশান্ত করে তুলেছিল। তারা দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হল যে তারা নাসরতীয় যীশুকে কোন ক্রমেই মসীহ্ বলে গ্রহণ করবে না। তারা জগতের জ্যোতিকে প্রত্যাখ্যান করেছিল। আর ঐ সময় থেকে তাদের সমগ্র জীবন মধ্যরাতের অন্ধকারের ন্যায় গাঢ় অন্ধকারময় হয়ে গেল। ভবিষ্যদ্বাণীর দণ্ডাজ্ঞা যিহুদী জাতির উপর নেমে এল। তাদের নিজেদের নিয়ন্ত্রণহীন প্রচণ্ডক্রোধ তাদের ধ্বংস ঘটিয়েছিল। তাদের অন্ধ ক্রোধ একে অন্যকে ধ্বংস করে ফেলেছিল। তাদের বিদ্রোহ, অদম্য অহংকারের ফলে রোমীয় সম্রাটের প্রচণ্ডক্রোধ তাদের উপর নেমে এল। যিরুশালেম ধ্বংসপ্রাপ্ত হল, যিরুশালেম মন্দির মাটিতে মিশে গেল এবং এর স্থান লাঙ্গলে চাষ করা জমির মত হয়ে গেল। যিহুদার সন্তানেরা অত্যন্ত ভয়ানকভাবে মৃত্যুর মধ্য দিয়ে অকালে ঝড়ে পড়ল। লক্ষ লক্ষ লোককে পরজাতিদের দেশে ক্রীতদাস হিসেবে কাজ করার জন্য বিক্রয় করা হয়েছিল। COLBen 280.1

যিহুদী জাতির লোক হিসেবে তারা ঈশ্বরের উদ্দেশ্য এবং ইচ্ছা পূর্ণ করতে ব্যর্থ হয়েছিল এবং দ্রাক্ষাক্ষেত্র তাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়া হয়েছিল। যে সুযোগগুলো তারা অপব্যবহার করেছিল, যে কাজকে তারা অবহেলা করেছিল তা অন্যদের কাছে অর্পণ করা হয়েছিল। COLBen 280.2