মহা বিবাদ

42/44

৩৯শ অধ্যায় - পৃথিবী জনশূন্য হয়

আমি অতঃপর পৃথিবী দেখি। দুষ্টেরা মারা গেছে, ও তাদের দেহগুলি পৃথিবীর উপরিভাগে অবস্থিতি করছে। সাত শেষ আঘাতে পৃথিবীর নিবাসীরা ঈশ্বরের রোষ ভোগ করেছিল। ব্যাথায় তারা তাদের জিহ্বা কামড়ে কামড়ে ক্ষত-বিক্ষত করেছিল ও ঈশ্বরকে গালাগালি দিয়েছিল। ভ্রান্ত মেষপালকেরা ঈশ্বরের ক্রোধের বিশিষ্ট বস্তু ছিল। তাদের চক্ষুগুলি সেগুলির গর্তে ও তাদের জিহ্বা তাদের মুখে গ্রাসপ্রাপ্ত হয়েছিল যখন তারা তাদের পায়ের ওপরে দাঁড়ায়। ঈশ্বরের কণ্ঠের দ্বারা সাধুগণ উদ্ধারপ্রাপ্ত হবার পরে, দুষ্ট জনসাধারণের ক্রোধ পরস্পরের ওপরে ফেরে। পৃথিবী রক্তে প্লাবিত, আর মৃত দেহগুলি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত রয়েছে বলে মনে হয়। GCBen 81.1

পৃথিবী এক অতি নির্জন অবস্থায় ছিল। নগর ও গ্রামগুলি ভূমিকম্পের দ্বারা বিচলিত হয়ে স্থূপে স্থূপে ছিল। পর্বতগুলি তাদের স্থান থেকে সরে গিয়ে বৃহৎ বৃহৎ গর্ত রেখে যায়। সমুদ্র পৃথিবীর ওপরে এবড়ো খেবড়ো শিলারাশি নিক্ষেপ করে, ও তাঁর পৃষ্ঠদেশের সবত্র ছড়িয়ে ছিল। পৃথিবী এক জনশূন্য প্ৰান্তর দেখায়। বড় বড় বৃক্ষ উৎক্ষিপ্ত হয়, ও ভূমির ওপরে ছড়ানো ছিল। ১০০০ বছর ব্যাপী, তাঁর মন্দ দূতগণ নিয়ে এখানে শয়তানের আবাস হয়। এখানে তারা অবরুদ্ধ হবে, এবং পৃথিবীর ভগ্ন পৃষ্ঠভাগের ওপরে নীচে বিচরণ করবে ও ঈশ্বরের ব্যবস্থার বিরুদ্ধে তাঁর বিদ্রোহের প্রভাবগুলি দেখবে। সেই অভিশাপের সেই প্রভাবগুলি যা সে ঘটিয়েছে, সে ১০০০ বছর ধরে উপভোগ করতে পারে। একাকী পৃথিবীতে সীমাবদ্ধ হয়ে, যারা পতিত হয় নি তাদেরকে প্রলোভিত ও উত্যক্ত করতে, অন্যান্য গ্রহে পরিভ্রমণ করে বেড়াবার তাঁর কোনো বিশেষ সুযোগ হবে না। শয়তান এ সময়ে চরমভাবে ক্লেশভোগ করে। তাঁর পতনের পর থেকে তাঁর মন্দ বৈশিষ্টগুলি অবিরত চর্চিত হয়ে এসেছে। তখন সে তার ক্ষমতা থেকে বঞ্চিত ও তার পতনের সময় থেকে যে ভূমিকা, সে অভিনয় করেছে তার ওপরে পূর্ণভাবে বিবেচনা করতে, ও সেই ভয়াবহ ভবিষ্যতের পানে কম্পন ও মহাভয়ের সঙ্গে তাকাতে সে পরিত্যক্ত হয়, আর সে যা করেছে যখন তাকে সেই সকল অনিষ্টের জন্যে অবশ্যই ক্লেশভোগ করতে হবে, এবং সেই সমস্ত পাপ যা সে করা ঘটিয়েছে। তাঁর জন্যে শাস্তিপ্রাপ্ত হতে হবে। GCBen 81.2

তখন আমি দূতগণের থেকে, ও মুক্তিপ্রাপ্ত ধার্মিকদের থেকে বিজয়ের আনন্দসূচক উচ্চধ্বনি শুনি, যা দশ হাজার মধুর বাদ্যযন্ত্রের ন্যায় বাজে, কারণ তারা আর দিয়াবলের দ্বারা উত্যত্ত ও প্ৰলোভিত হবে না, আর অন্যান্য জগতের নিবাসীগণ তাঁর উপস্থিতি ও তাঁর প্রলোভনগুলি থেকে মুক্ত ছিল। GCBen 81.3

তখন আমি দেখি সিংহাসনসমূহ, এবং যীশু ও মুক্তিপ্রাপ্ত সাধুগণ সেগুলির ওপরে উপবিষ্ট ছিল এবং সাধুগণ ঈশ্বরের প্রতি রাজা ও পুরোহিত রূপে রাজত্ব করে, এবং মৃত দুষ্টেরা বিচারিত হয়, আর তাদের কার্যগুলি সংবিধি পুস্তকের, ঈশ্বরের বাক্যের সঙ্গে তুলনা হয়, এবং দেহে কৃত কাৰ্যসমূহ অনুসারে তারা বিচারিত হয়। যীশু, সাধুগণের সংযোগ নিয়ে, তাদের কার্য অনুসারে, দুষ্টদের উদ্দেশ্যে প্রদান করে যা তাদেরকে ভোগ করতে হবে। আর তা মৃত্যু পুস্তকের লিখিত ছিল, ও তাদের নামের বিরুদ্ধে নির্ধারিত ছিল। শয়তান ও তার দূতেরাও। যীশু ও সাধুগণের দ্বারা বিচারিত হয়। শয়তানের শাস্তি তাদের চেয়ে অনেক অধিকতর হবে যাদেরকে সে প্রতারিত করেছিল। তা এত অধিক ভাবে তাদের শাস্তি ছাড়িয়ে যায় যে তা তাদের সঙ্গে তুলনাই হয় না। যাদেরকে সে প্রতারিত করেছিল তাদের নাশ হয়ে যাবার পরে, তখনো শয়তান জীবিত থাকে, ও অনেক দীর্ঘকাল ক্লেশভোগ করবে। GCBen 81.4

এক সহস্র বছরের শেষে, মৃত দুষ্টদের বিচার হয়ে যাবার পরে, যীশু নগরটি পরিত্যাগ করেন, আর এক দূতীয় বাহিনীর অনুচরবর্গ তাকে অনুসরণ করে। ধার্মিকেরাও তাঁর সঙ্গে যান। যীশু এক মহৎ পর্বতের ওপরে অবতরণ করেন, যা তাকে তাঁর পা স্পর্শ করার সঙ্গে সঙ্গেই টুকরো টুকরো হয়ে ভাগ হয়ে যায়, ও এক মহৎ সমভূমিতে পরিণত হয়। তখন আমরা উর্ধে তাকাই ও দ্বাদশ ভিত্তি সহ, দ্বাদশ দ্বার সহ, প্রত্যেক দিকে তিনটি করে, ও প্রত্যেক দ্বারে একজন করে দূত সহ অদ্ভুত ও সুন্দর নগরীটি দেখি। আমরা উল্লাসের সঙ্গে উচ্চরবে বলি, নগরী! মহৎ নগরী! স্বর্গ থেকে সেটি নেমে আসছে! আর তার সমস্ত প্রভায়, ও উজ্জ্বল মহিমায় তার জন্যে যীশু যা প্রস্তুত করেছিলেন সেই মহৎ সমভূমিতে স্থাপিত হয়। GCBen 81.5

______________________________________
সখারির ১৪:৪-১২( প্রকাশিত বাক্য ২০:২-৬( ২০:১২( ২১:১০-২৭ দেখুন।
GCBen 81.6