মহা বিবাদ
৩২শ অধ্যায় - বিচলিত হওন
আমি দেখি কেউ কেউ দৃঢ় বিশ্বাস ও অত্যধিক যন্ত্রনাপূর্ণ অনুযোগসমূহ (ঘোষণাগুলি) নিয়ে, ঈশ্বরের সঙ্গে পক্ষ সমর্থণে বাদানুবাদ করছে। তাদের মুখমন্ডল পান্ডুর, এবং গভীর উদ্বেগের দ্বারা চিহ্নিত ছিল, যা তাদের অভ্যন্তরীণ অত্যন্ত উদ্যাম (বিবাদ-যুদ্ধ) ব্যক্ত করে। তাদের চেহারায় দৃঢ়তা ও মহা অকপটতা ছিল, যখন তাদের কপালে ঘামের বড় বড় ফোঁটা ওঠে, ও পড়ে। মাঝে মাঝে তাদের মুখমন্ডল ঈশ্বরের অনুমোদনের চিহ্নগুলি নিয়ে উদ্দীপ্ত হয়ে ওঠে, আর আবার সেই একই আগ্ৰহান্বিত উদ্বিগ্ন ভাব তাদের ওপরে বিরাজ করে। GCBen 70.1
তাদের দৃষ্টিপথ থেকে যীশুকে বহির্ভূত করতে মন্দ দূতেরা তাদের চারিদিকে জড়ো হয়ে, তাদের ওপরে তাদের অন্ধকার চালায়, যাতে সেই অন্ধকারের প্রতি তাদের দৃষ্টি আকর্ষিত হতে পারে যা তাদেরকে বেষ্টন করে, ও তারা ঈশ্বরে অবিশ্বাস করে, ও পরে তাঁর বিরুদ্ধে বচসা করে। তাদের একমাত্র নিরাপত্তা ছিল ঊর্ধ্বদিকে তাদের দৃষ্টি রাখায়। দূতগণ ঈশ্বরের লোকদের ওপরে তত্বাবধান রাখছিলেন, আর যেমন এই উদ্বিগ্ন লোকদের ওপরে এই মন্দ দূতগণের থেকে বিষাক্ত বায়ুমন্ডল তাদের চারিদিকে চালিত করা হচ্ছিল, দূতেরা, তাদের ওপরে যাদের কার্যভার ছিল, তাদের ওপরে যে ঘন অন্ধকার বেষ্টন করে তা নানাদিকে তাড়িয়ে দিতে তাদের ওপরে তাদের পখা সমূহ মৃদুভাবে সঞ্চালিত করছিলেন। GCBen 70.2
কেউ কেউ, আমি দেখি, ফলপ্রাপ্তির প্রাণপণ চেষ্টা করার ও পক্ষ-সমর্থনে বাদানুবাদ করার এই কার্যে অংশগ্রহণ করে নি। তাদেরকে উদাসীন ও অমনোযোগী মনে হয়। তাদের চারিদিকের অন্ধকারকে তারা প্রতিরোধ করছিল না, আর এক ঘন মেঘের ন্যায় তা তাদেরকে আবদ্ধ করে। ঈশ্বরের দূতগণ তাদেরকে ছেড়ে যান ও সেই অকপট, প্রার্থনাকারী লোকদের সাহায্যার্থে যান। আমি দেখি ঈশ্বরের দূতগণ তাদের সকলের সাহায্যে ত্বরা করেন যারা ঐ মন্দ দূতগনকে প্রতিরোধ করতে তাদের সমস্ত কর্মশক্তি দিয়ে চেষ্টা করছিল, এবং অধ্যাবসায় নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনাকে সাহায্য করার চেষ্টা করছিল। তবে দূতগণ তাদেরকে ছেড়ে যান যারা নিজেদের সাহায্য করতে কোনো প্রয়াস নেয়নি। আর আমি তাদের আর দেখতে পাই না। GCBen 70.3
যেমন এই নিবেদনকারীগণ তাদের অকপট ক্রন্দন চালিয়ে যায়, কখনো কখনো যীশুর কাছ থেকে এক আলোকের রশ্মি তাদের পানে আসে, ও তাদের হৃদয়ে উৎসাহ দেয়, ও তাদের মুখমন্ডল উদ্ভাসিত করে। GCBen 70.4
যে বিচলিত হওন আমি দেখেছিলাম তার তাৎপর্য আমি জানতে চাই। আমাকে দেখানো হয় যে এটা ঘটিত হবে লায়দিকেয়াস্থ মন্ডলীর প্রতি সত্য সাক্ষীর উপদেশ-পরামর্শের দ্বারা আহ্বান করা নায্য সাক্ষ্যর দ্বারা। সাক্ষ্য প্রাপ্তকারীর হৃদয়ে তা তার প্রভাব রাখবে, আর তা তাকে আদর্শ প্রশংসিত করতে এবং নায্য সত্য ঢালতে (নিঃসারিত করতে) চালিত করবে। এই নায্য সাক্ষ্য কেউ কেউ বহন করবে না। তারা তার বিরুদ্ধে উঠবে, আর এটা ঈশ্বরের লোকদের মাঝে এক বিচলিত হওন ঘটাবে। GCBen 70.5
আমি দেখি যে নায্য সাক্ষীর সাক্ষ্য অর্ধাংশ অবধান করা হয় নি। পবিত্র সাক্ষ্য যার ওপরে মন্ডলীসমূহের নিয়তি ঝুলছে, হাল্কাভাবে শ্রদ্ধা করা হয়, যদি সম্পূর্ণভাবে অগ্রাহ্য না করা হয়ে থাকে। এই সাক্ষ্যকে অবশ্যই গভীর অনুতাপ সাধন করতে হবে, আর যারা তা যথার্থ রূপে গ্রহণ করবে তা পালন করবে ও পবিত্রীকৃত হবে। GCBen 70.6
দূত বলেন, তোমরা ইচ্ছে কর! শীঘ্রই আমি এক কণ্ঠ শুনতে পাই যা অনেক মধুর বাদ্যযন্ত্রের ন্যায় শব্দ করে, সবগুলি সিদ্ধ গীতে, মিষ্টি ও সমতানে বাজছে। আমি যে কখনো কোনো সঙ্গীত শুনেছি তা তার চেয়ে অধিকতর ভাল ছিল। তা করুণা, সহানুভূতিতে বড়ই পূর্ণ ও উদারভাবাপন্ন, পবিত্ৰ আনন্দ মনে হয়। তা আমার সমগ্র অস্তিত্ব ব্যাপী শিহরণ জাগায়। দূত বলেন তোমরা তাকাও!আমার মনোযোগ তখন সেই দলের দিকে ফেরে যা আমি পূর্বে দেখেছিলাম, যারা প্রবলভাবে বিচলিত ছিল। আমাকে তাদেরকে দেখানো হয় যাদেরকে পূর্বে আমি দেখেছিলাম রোদন করছে, ও আত্মার মনস্তাপ নিয়ে বিনতি করছে। আমি দেখি যে তাদের চারিদিকে তত্বাবধায়ক দূতেরা দ্বিগুণ হয়। এবং তাদের মস্তক থেকে পদদ্বয় পর্যন্ত এক বর্মে তারা পরিহিত ছিল। তারা ঠিক পদ্ধতিতে অবস্থান পরিবর্তন করে, সৈন্যদের এক দলের ন্যায় দৃঢ়ভাবে। তাদের মুখমন্ডল সেই ভীষণ সংঘর্ষ ব্যক্ত করে যা তারা সহ্য করেছিল, যে যন্ত্রণাদায়ক যন্ত্রণাভোগের মধ্য দিয়ে তারা অতিক্রান্ত হয়েছিল। তথাপি তাদের মুখাবয়ব, ভয়ানক অভ্যন্তরীণ মনস্তাপের দ্বারা চিহ্নিত হয়ে এক্ষণে স্বর্গের আলোক ও মহিমা নিয়ে। উজ্জ্বল হয়। তারা এক বিজয় লাভ করে। তা তাদের কাছ থেকে এক গভীরতম কৃতজ্ঞতা ও পবিত্র, পুত আনন্দ জাগায়। GCBen 70.7
দলটির সংখ্যা কমে গিয়েছিল। কেউ কেউ বিচালিত হয় ও পথে পরিত্যক্ত হয়। অমনোযোগী ও উদাসীনেরা যারা তাদের সঙ্গে যোগ দেয় নি, যারা বিজয় ও পরিত্রানের জন্যে চেষ্টা করা, অধ্যবসায়ী হওয়া, ও তজ্জন্যে বাদানুবাদ করা যথেষ্ট মূল্যবান্ জ্ঞান করে, তারা তা প্রাপ্ত হয় নি, আর তারা পেছনে অন্ধকারে পরিত্যক্ত হয়, আর তাদের সংখ্যা তখুনি অন্যদের দ্বারা পূরণ হয় যারা সত্য আকড়ে ধরে, ও দলে আসে। তবুও মন্দ দূতেরা তাদের চারিপাশে ভীড় করে, কিন্তু তাদের ওপরে তারা কোনো ক্ষমতাই রাখতে পারে না। GCBen 70.8
বর্ম নিয়ে পরিহিতদেরকে আমি শুনি মহা ক্ষমতায় সত্যের কথা বলাবলি করে। তার প্রভাব পড়েছিল। আমি তাদেরকে দেখি যারা আবদ্ধ ছিল কিছু পত্নীরা তাদের স্বামীদের দ্বারা আবদ্ধ হয়েছিল, ও কিছু সন্তানেরা তাদের পিতামাতাদের দ্বারা আবদ্ধ হয়েছিল। অকপটেরা যাদেরকে সত্য শোনা থেকে ধরে রাখা বা বাধা দেয়া হয়েছিল, এক্ষণে বলা সত্যকে অত্যন্ত আগ্রহের সঙ্গে ধারণ করে। তাদের আত্মীয়স্বজনের সমস্ত ভয় চলে যায়। শুধু সত্যই তাদের উদ্দেশে উন্নত করা হয়। তা জীবনের চেয়ে অধিকতর মহার্ঘ ও আরো বেশী মূল্যবান ছিল। তারা সত্যের জন্যে ক্ষুধিত ও তৃষ্ণার্তি ছিল। আমি জিজ্ঞেস করি কিসে এই পরিবর্তন আসে। একজন দুত উত্তর দেন, তা হচ্ছে অন্তিম বর্ষা প্রভুর কাছ থেকে সতেজকারক তৃতীয় দূতের উচ্চশব্দবিশিষ্ট ঘোষণা। GCBen 71.1
ঐ মনোনীতদের সাথে মহা ক্ষমতা ছিল। দূত বলেন, তোমরা দেখ! আমার মনোযোগ দুষ্টদের বা অবিশ্বাসীদের দিকে ফেরে। তারা ছিল একেবারে উত্তেজিত অবস্থায়। ঈশ্বরের লোকদের সাথে উদ্যোগ ও ক্ষমতা তাদেরকে জাগরিত ও ক্রুদ্ধ করে। বিশৃঙ্খল অবস্থা ছিল প্রত্যেক দিকে। আমি দেখি এই দলের বিরুদ্ধে উপযুক্ত কৰ্মপন্থা (ব্যবস্থা) নেয়া হয়, যাদের ঈশ্বরের ক্ষমতা ও আলোক ছিল। অন্ধকার তাদের চারিদিকে ঘনীভূত হয়, তবুও তথায় ঈশ্বরের দ্বারা অনুমোদিত হয়ে ও তাতে আস্থা রেখে তারা দাঁড়ায়। তাদেরকে আমি হতবুদ্ধি দেখতে পাই। পরে আমি তাদেরকে ঈশ্বরের পানে একাগ্রতার সঙ্গে ক্রন্দন করতে শুনি। দিন ও রাত ব্যাপী তাদের ক্রন্দন শান্ত হয় না। আমি এই কথাগুলি শুনতে পাই, হে ঈশ্বর তোমার ইচ্ছা, সাধিত হউক! যদি তা তোমার নাম গৌরাবান্বিত করতে পারে, তোমার লোকদের জন্য মুক্তির এক উপায় কর। আমাদের চতুর্দিকে বিধর্মীদের থেকে আমাদিগকে উদ্ধার কর! তারা আমাদিগকে মৃত্যুর পানে নির্দিষ্ট করিয়াছে। পরন্তু তোমার বাহু পরিত্রাণ আনয়ন করিতে পারে। এই হচ্ছে সবকটি কথা যা আমি স্মরণ করতে পারি। তাদের অযোগ্যতার বিষয়ে তাদের এক গভীর অনুভূতি আছে, এবং ঈশ্বরের ইচ্ছের কাছে সম্পূৰ্ণ সমৰ্পণ প্রকাশ করে বলে মনে হয়। তথাপি প্রত্যেকে, কোনো ব্যতিক্রম ছাড়া, একাগ্ৰচিত্তে বাদানুবাদ করছিল, উদ্ধারের জন্যে যাকোবের ন্যায় মল্লযুদ্ধ করছিল। GCBen 71.2
তাদের আগ্ৰহান্বিত ক্রন্দন আরম্ভ করার অনতিবিলম্ব পরেই দূতগণ সহানুভূতিতে তাদের উদ্ধারে যেতে পারতেন, কিন্তু এক দীর্ঘকায়, ক্ষমতাসম্পন্ন দূত যেতে দেন নি। তিনি বলেন, ঈশ্বরের ইচ্ছে এখনো পূর্ণ হয় নি। তাদেরকে পেয়ালা পান করতেই হবে। বাস্তিষ্মের দ্বারা তাদেরকে বাপ্তাইজিত হতেই হবে। GCBen 71.3
শীঘ্রই আমি ঈশ্বরের কণ্ঠ শুনতে পাই, যা পৃথিবী ও স্বর্গ কম্পিত করে। এক মহা ভূমিকম্প হয়। ঘর-বাড়ী ভেঙ্গে যায় ও চারিদিকে পতিত হয়। আমি তখন জয়ের সফল ঘোষণা শুনি, উচ্চশব্দবিশিষ্ট, মধুর ও স্পষ্ট। আমি এই দলটির ওপরে দৃষ্টি ফেলি যারা, অল্পকাল পূর্বে এমন দুর্দশায় ও বন্দিত্বে ছিল। তাদের বন্দিত্ব বদলে যায়। এক গৌরবময় আলোক তাদের ওপরে প্রকাশ পায়। কেমন সুন্দর তখন তাদেরকে দেখায়। সকল ক্লান্তি ও উদ্বেগের চিহ্ন চলে যায়। প্রত্যেক চেহারায় সুস্থতা ও সৌন্দর্য দেখা যায়। তাদের শত্ৰুগণ, তাদের চারিপাশে বিধর্মীগণ মৃতের ন্যায় পতিত হয়। তারা সে আলোক সহ্য করতে পারে না যা সেই উদ্ধারপ্রাপ্ত পবিত্ৰগণের ওপরে প্রকাশিত হয়। এই আলোক ও মহিমা তাদের ওপরে বজায় থাকে, যতক্ষণ না যীশুকে আকাশের মেঘে দেখা যায়। আর বিশ্বস্ত, পরীক্ষিত দল মুহূর্ত মধ্যে, চোখের পলকে, গৌরব থেকে গৌরবে পরিবর্তিত হয়। আর কবরসমূহ উন্মুক্ত হয়। আর ধার্মিকগণ অমরত্ব পরিধান করে, মৃত্যু ও কবরের ওপরে বিজয় ঘোষণা করে বেরিয়ে আসে। আর জীবিত ধার্মিকগণের সঙ্গে একযোগে আকাশে তাদের প্রভুর সঙ্গে, সাক্ষাৎ করতে মিলিত হয়, যখন প্রচুর গৌরব ও বিজয়ের সুললিত উচ্চধ্বনি প্রতিটি অমর জিহ্বায় ছিল ও প্রতিটি পবিত্রীকৃত, পুত ওষ্ঠ থেকে নির্গত হচ্ছিল। GCBen 71.4
______________________________________
গীতসংহীতা ৮৬ অধ্যায় ( হোশেয় ৬:৩( হগয় ২:২১-২৩(মথি ১০:৩৫-৩৯( ২০:২৩( ইফিষীয় ৬:১০-১৮( ১ ১ থিষালনীকীয় ৪:১৪-১৮( প্রকাশিত বাক্য ৩: ১৪-২২ দেখুন।
GCBen 71.5