মহা বিবাদ

1/44

মহা বিবাদ

সংক্ষিপ্ত জীবনী
এলেন জী. হোয়াইট

(১৮২৭ - ১৯১৫)

যীশু খৃষ্টের একজন অনুরাগী শিষ্য, সতের বছর বয়স পর্যন্ত এলেন এক মেথডিষ্ট ছিলেন। খৃষ্টের আশু আগমনের সম্বন্ধে কথা বলার জন্যে ও তাতে বিশ্বাস করায় ১৮৪৩ সালে তাকে মন্ডলীচ্যুত করা হয়। শুধু অন্য দুজন লোক সে ভার প্রত্যাখ্যান করার পরে, জগতের উদ্দেশে বহন করতে ঈশ্বর তাকে দর্শনসমূহ ও এক বার্তা প্রদান করেন। ভৎসনা ও উপদেশ দিয়ে তিনি বহু প্রবন্ধ ও পুস্তক রচনা করেন। স্বাস্থ্য বার্তার ওপরে আলোক প্রাপ্ত হবার পরে, এক জোরালো, স্বাস্থ্য প্রবক্তা হয়ে তিনি এদোন উদ্যানে আদিম খাদ্যসামগ্রীর অনুরূপ পানাহার, হানিকর বস্তুসমূহ থেকে সংযম, ও সকল বিষয়ে মিতাচার দাবি করেন। GCBen 3.1

শ্রীমতি হোয়াইট নিজেকে কখনো একজন “ভাববাদী” বলেন নি, যদিও যারা তাকে তা বলে তাদের সঙ্গে তার কোনো সমস্যা ছিল না, তবে যখন জিজ্ঞেস করা হয়, আপনাকে তিনি একজন ‘বার্তাবহ’ উল্লেখ করেন। সে জবাবটি দেওয়ায় তিনি দেখান যে স্বাস্থ্য-সংস্কার পাপ থেকে অনুতাপের আহ্বান এবং “ভগ্নস্থান সংস্কারের উদ্দেশে সমর্থনে এক আন্দোলনে তার কাজ, অন্তর্ভুক্ত করে তার চেয়ে বেশী যা একজন ভাববাদী করে বলে বিবেচনা করা হয় — ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে ভবিষ্যৎ ঘটনাবলীর বিষয়ে বলা। “স্টেপ্স্ টু ক্রাইষ্ট’ যা তার সবচেয়ে জনপ্রিয়গুলির মধ্যে, তা সহ তিনি কতিপয় সর্বজনসম্মত ভাবে শ্ৰেষ্ঠ গ্ৰন্থ উৎপাদন করেন। তবে তিনি “খৃষ্ট ও তার দূতগন এবং শয়তান ও তার দূতগনের মধ্যে মহা বিবাদ” এই পুস্তকখানি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা করেন। GCBen 3.2